Disable Preloader

যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন হচ্ছে একটি শিল্প আর এই শিল্পকে বলা হয় বিতর্ক। বিতর্ক সহশিক্ষা কার্যক্রমের একটি অন্যতম অংশ। বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ একজন শিক্ষার্থীকে কেবল একাডেমিক শিক্ষাই নয় বরং সহশিক্ষা কার্যক্রমসহ একজন শিক্ষার্থীকে সত্যিকার অর্থেই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি করে। তাই ক্যামব্রিয়ান এ বছর বির্তাকিকদের জন্য দিচ্ছে সুবর্ণ সুযোগ। ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি সারা দেশ থেকে ২০১৮ সালের ১৫,৭৬,১০৪ জন এসএসসি পাসকৃত শিক্ষার্থীর মধ্যে থেকে ২০০ জন (১০০ জন ছেলে ও ১০০ জন মেয়ে) ডিবেটারস হান্ট করবে। তুমিও হতে পারো দেশ সেরা একজন ডিবেটার। জাতীয় বিতার্কিক হিসেবে নিজের পরিচয় গড়তে চাও?

অনলাইনে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

    যারা অংশগ্রহণ করতে পারবে:

  • ১। যারা এবছর এসএসসি’১৮ পরীক্ষায় পাস করেছে।
  • ২। যারা বিতর্কের মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে ইচ্ছুক।
  • ৩। যাদের মধ্যে নেতৃত্ব দেয়ার গুনাবলী আছে।
  • ৪। যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মনোবল রাখে।
  • ৫। যদি বিতর্ক করার পূর্ব অভিজ্ঞতা থাকে।

    রেজিষ্ট্রেশন চলছে:

  • ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি
  • মোবাইলে:
  • রেদুয়ানুল আরেফিন অর্ণব- 01762688033
  • ইসরাত জাহান ইমা- 01762688108
Share: