
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য ১২ টি হোস্টেলে আবাসনের সুবিধা রয়েছে। বর্তমানে ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০০ শিক্ষার্থী নিরাপদ ও মনোরম পরিবেশে হোস্টেলে অবস্থান করছে। ছাত্র ও ছাত্রীদের পৃথক হোস্টেল, ছাত্রীদের জন্য পৃথক মহিলা হোস্টেল সুপার, সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও প্রাথমিক চিকিৎসার সুবিধা। নির্ধারিত ম্যানুতে প্রতিদিন ৩ বেলা খাবার পরিবেশন করা হয়। হোস্টেলসমূহ একাডেমিক ভবন সংলগ্ন (হাঁটাপথ)। অভিভাবকদের হোস্টেল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ সুবিধা ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে অভিভাবকদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে। অভিভাবকদের নির্ধারিত আইডি কার্ড প্রদান করা হয় এবং এই নির্ধারিত আইডিধারি অভিভাবকগণই শিক্ষার্থীদের সাথে দেখা করার সুযোগ পেয়ে থাকেন। হোস্টেলের শিক্ষার্থীদের বিনোদনের জন্য দৈনিক পত্রিকা, সাময়িকী, টেলিভিশন ও ইনডোর গেমস এর সুবিধা রয়েছে। রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা। ছুটির দিনগুলোতে হোস্টেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিনোদন স্থানসমূহে বেড়ানোর ব্যবস্থা করা হয়।


ক্যামব্রিয়ান হোস্টেল
নামঃ মোঃ আবু তাহের
পদবিঃ পরিচালক
মোবাইলঃ ০১৭২০৫৫৭১৫১
ক্যামব্রিয়ান হোস্টেল
নামঃ তপন কুমার সাহা
পদবিঃ চিফ হোস্টেল সুপার
মোবাইলঃ ০১৭২০৫৫৭১৫৩
ক্যামব্রিয়ান হোস্টেল
নামঃ মোঃ আব্দুল বাতেন
পদবিঃ হোস্টেল সুপার
মোবাইল ০১৭২০৫৫৭১৫৬



