জ্ঞ্যান, শৃঙ্খলা ও একতা এই তিন মুল মন্ত্রে উদ্বুদ্ধ কোরে দেশের যুব সমাজ তথা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি সামরিক প্রশিক্ষণের মাধ্যমে দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলা এবং নৈতিক বিকাশের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিষ্ঠা করা হয়। এর ধারাবাহিকতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজেও বিএনসিসি এর ছাত্র ও ছাত্রীদের দুইটি পৃথক প্লাটুনে মোট ৫২জন ক্যাডেট রয়েছে। এ সদস্যরা সারা বছর বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহন কোরে নানাবিধ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছে যা তাদের ভবিষ্যৎ পথ চলাকে সুগম করবে। যে সকল শিক্ষার্থী বিশেষ কোরে সেনা, নৌ বা বিমান বাহিনীতে নিয়োগ পেতে চায় তাদের জন্য বিএনসিসির সদস্য হয়ে প্রশিক্ষণ গ্রহণ করলে নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ সুবিধা পেয়ে থাকে। দেশ সেবা, চরিত্র গঠন, সুশৃঙ্খল জীবনযাপন সর্বোপরি নিজেকে যোগ্য কোরে তোলার জন্য বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 1. বিএনসিসি ক্যাডেটরা সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসার পদে সরাসরি ISSB তে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ।
- 2. মাতৃভূমির প্রতিরক্ষার মহান দায়িত্ব পালনের জন্য সরকারী খরচ ও ব্যাবস্থাপনায় সামরিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ।
- 3. সরকারী খরচে বিদেশে ভ্রমনের মাধ্যমে অন্যান্য ক্যাডেটদের সাথে মোট বিনিময়ের অনন্য সুযোগ।
- 4. আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা ইভেন্ট ম্যানেজমেন্ট ও শৃঙ্খলা বিধানের বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
- 5. সেনাবাহিনীর সাথে বিনা খরচে শীতকালীন যৌথ সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ ও সনদপ্রাপ্তির সুযোগ।
বিএনসিসি ক্যাডেটদের সুবিধাসমুহ :
রমনা রেজিমেন্টের ৩ বিএনসিসি ব্যাটেলিয়নের ব্যাটেলিয়ন ক্যাম্পিং ২০১৭ অক্টোবরে ৭ দিনব্যাপী ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠাতে প্রধান অতিথি ছিলেন ডা. এনামুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন DG BNCC HQ ব্রিগেডিয়ার জেনারেল এস.এম ফেরদৌস।
ব্যাটেলিয়ন ক্যাম্পিং-এ ২২টি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সেরা কলেজগুলোর মধ্যে মোট ৫০০ জন ক্যাডেট অংশগ্রহণ করে। এ ক্যাম্পিং থেকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ৩৪টি প্লাটুনের মধ্যে ২য় স্থান অর্জন করে। এছাড়া ইংরেজি বক্তব্যে ১ম, আধুনিক গানে ১ম এবং একক নৃত্যে ২য় স্থান অর্জন করে।
রমনা রেজিমেন্টের ক্যাম্পিং ২০১৭-২০১৮ গত ২৩ জানুয়ারি থেকে দশ দিনব্যাপি ক্যাম্পিং ঢাকার সাভারাস্থ বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও সংস্থাপন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন DG BNCC HQ ব্রিগেডিয়ার জেনারেল এস.এম ফেরদৌস।
রমনা রেজিমেন্টের অধিনে ৫টি ব্যাটেলিয়নের ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠ ব্যাটেলিয়নের স্বীকৃতি পায়। স্বীকৃতি পেয়ে ১ম স্থান অর্জন করে। এছাড়া ক্যামব্রিয়ানের শিক্ষার্থীরা ইংরেজি পত্রিকা পাঠদানে ১ম, ব্যাডমিন্টনে ১ম, ইংরেজি বিতর্কে ২য় এবং বিশেষ দক্ষতা ও নৈপূন্যে ১ম স্থান অর্জন করে। প্রধান ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে ক্যামব্রিয়ানের এই সাফল্যের জন্য প্রশংসা করেন।
গত ১৫ জানুয়ারি ISSB পরীক্ষা ৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ক্যামব্রিয়ানের শিক্ষার্থী মো: তাহমিদুল হক দিগন্ত (ক্যাডেট নং- ১৬১৩৪২০৪) গ্রীন কার্ড পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে Second Lieutenant এর যোগ্যতা অর্জন করে। সে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র।
সুজন কবির
প্রফেসর আন্ডার অফিসার (PUO- 626)
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
ক্যামব্রিয়ান কলেজ পুরুষ ও মহিলা প্লাটুন, ৩ রমনা ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট, মোবাইল: ০১৮২৩০৭৫৪২৪