৭. বোর্ড সংক্রান্ত যাবতীয় ফি (বোর্ড রেজিস্ট্রেশন ফি, ফরমফিলাপ ফি ও সেন্টার ফি)।
৮. কোচিং এর বিকল্প হিসেবে এসএসপি ক্লাস, টেস্ট পরীক্ষার পরবর্তী বিশেষ ক্লাস।
৯. বার্ষিক মিলাদ, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বনভোজন / শিক্ষাসফর।
১০. নিয়মিত চিকিৎসা পরামর্শ, অসুস্থকালীণ প্রাথমিক চিকিৎসা, বোর্ড পরীক্ষায় অসুস্থ হলে সিক বেড চার্জ।
১১. বিদেশে উচ্চশিক্ষায় ফ্রি পেপার প্রসেসিং এবং সব সার্ভিস চার্জ ফ্রি।
উল্লিখিত সুবিধা ছাড়াও বিশেষ ক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাগুলো প্রদান করা হয়
১২. মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মসজিদের ইমামের সন্তান এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ পারদর্শী, বিভাগীয় / জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি হতে ২০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা।